ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে গত ২ ডিসেম্বর।
দিনটি উদযাপন উপলক্ষে বিকাল ৩টায় আবুধাবি কর্নিশের ফর্মাল পার্কে সবাই সমবেত হন। এতে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।
অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি, প্রকৃত জনদরদী, দেশী বিদেশী সকল মানুষ’র শ্রদ্ধাভাজন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা দিয়ে আবুধাবী ফর্মাল পার্কে বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক অংশ গ্রহণ করেন। কেক কাটা, কবিদের সম্মানে মধ্যাহ্নভোজ, স্বাধীনতার আলোচনা, যেমন খুশি তেমন সাজ, বর্ণিল জামা কাপড় পরিধান ও চা চক্রের আয়োজন থাকে অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।প্রধান বক্তা ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টা, আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল,শিক্ষাবিদ কাজী আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ফেরদৌস আরা বেগম লায়লা, সাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আবু তাহের বিশেষ অতিথি, কবি ও গবেষক সারওয়ার চৌধুরী, সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ইংরেজি সাহিত্যিক ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, কবি অধ্যাপিকা জেবুন নাহার, আবুধাবি জনতা ব্যাংক সিইও আমিনুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, কথা-সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, আক্তার উদ্দিন পারভেজ, বাংলাদেশ দূতাবাস আবুধাবি এর অফিস সহকারি মুহাম্মদ ফরহাদ, নারীনেত্রী মিসেস ফরিদা পারভিন, কবি নাবিলা আলী মাহি চৌধুরী,লেখিকা শারমিন আক্তার জেলী প্রমুখ।
Leave a Reply