চুরি-ডাকাতি রোধে পুলিশের সচেতনতা সভার ১২ ঘন্টা পরই সীতাকুণ্ডে ডাকাতী

.jpg

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : গত সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে চুরি,ডাকাতি রোধে সচেতনতামুলক সভা করার ১২ ঘন্টা পরই ডাকাতির ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে।

সচেতনতামূলক সভা অনুষ্ঠানস্থলের ২ কি.মি দূরে এ ডাকাতির ঘটনা ঘটে। সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর গ্রামের দেলোয়ার হোসেনের ঘরে সোমবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। এর আগে এদিন দুপুরে পৌরসভার নুনাছড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে জনসভা করে পুলিশ।

ডাকাতরা পরিবারের সদস্যদের এক ঘরে আটকে রেখে ২টি আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা না হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনাকে পুলিশ বলছে চুরি।

সীতাকুন্ড থানার ওসি শামীম শেখ বলেন, ঘরের ভেতর চোরদের একজন আগে থেকে অবস্থান করছিল। পরে রাতে সুযোগ বুঝে দরজা খুলে অন্যদের ঘরে ঢুকায় সে। এঘটনায় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *