কাল চুয়েটে আসছে রাষ্ট্রপতি : সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাজ সাজ রব

রাষ্ট্রপতি

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪র্থ সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়েট। রাষ্ট্রপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ এর আগমনকে ঘিরে আয়োজনে যোগ হয়েছে বাড়তি মাত্রা।

শুধু চুয়েট নয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে চুয়েট এলাকা পর্যন্ত সড়কের আশপাশে বিরাজ করছে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সড়কটির রাউজান অংশে মদুনাঘাট ব্রীজ থেকে চুয়েট এলাকা পর্যন্ত ঘুরে দেখা গেছে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উৎসাহ উদ্দীপনার পালে যেন ঢেউ লেগেছে রাউজানের সর্বত্র।চুয়েটে সাজসজ্জ্বা

সন্ধ্যার পর যেন চুয়েট ক্যাম্পাস এলাকায় শোভা পাচ্ছে বর্ণিল আলোকচ্ছটা। শিক্ষক/শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

সরেজমিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের একাংশ ঘুরে দেখা গেছে, পিংক, ক্লিন ও গ্রিন উপজেলা খ্যাত রাউজানের দক্ষিণাংশের পরিচ্ছন্ন পরিবেশটাকে আরো ঝকঝকে করে তুলতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে সড়কের আশপাশের সৌন্ধর্য্যবর্ধন কাজে নেমে পড়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

দিন-রাত সমানতালে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ইতিপূর্বে সড়কের আশপাশের গাছের গোড়ালিতে পিংক ও সাদা রঙের প্রলেপ লাগানো হলেও নতুন করে সেগুলো আবার রঙ করা হচ্ছে। সড়কের আশপাশের ঝোপঝাঁড় কেটে একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তোলা হচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানস্থলে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এছাড়া প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে হচ্ছে সভা।চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সূত্রে জানা গেছে, ৪র্থ সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে অনুষ্ঠান আগামীকাল ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে গত চার বছরের সর্বোচ্চ সিজিপিএধারী ৪ জনকে “বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক” প্রদান করা হবে।

তাঁরা হলেন- ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ই.এম.কে. ইকবাল আহামেদ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুবায়া আফসার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সঞ্চয় বড়ুয়া এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রাশেদুর রহমান।

এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ১৪৮ জন গ্র্যাজুয়েট এবং ৮৩ জন পোস্ট-গ্র্যাজুয়েটসহ মোট প্রায় ২ হাজার ২৩১ জন ছাত্র-ছাত্রীদেরকে সমাবর্তন ডিগ্রী প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে. আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েটের গৌরবময় পথচলার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আগামী ৬ ডিসেম্বর, দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন, রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এম.পি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দেশ-বিদেশের ভিভিআইপিগণ, মন্ত্রী পরিষদ সদস্যগণ, এমপিগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠান থেকে পাশকৃত বিপুল প্রাক্তন ছাত্র-ছাত্রী, চুয়েট পরিবারের বর্তমান সদস্যগণ মিলে প্রায় ১০ হাজার লোকের মিলনমেলা বসতে পারে।

সুবর্ণজয়ন্তীর জমকালো আয়োজনে থাকবে- আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে নগরজুড়ে আনন্দ র‌্যালি, সন্ধ্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে চুয়েট ক্যাম্পাসে যাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ, ফায়ারওয়ার্কস, জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস ও নগর বাউলের জমজমাট কনসার্ট প্রভৃতি।

সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে গত ৩০ নভেম্বর শনিবার চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক সভা সমন্বয় চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চুয়েটে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গত ২৭ নভেম্বর বুধবার চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত হেলিপেডে হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়।

চুয়েট সূত্র জানায়, আজ ৪ ও আগামীকাল ৫ ডিসেম্বর সমাবর্তন উপলক্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সনদ গ্রহণকারীদের মাঝে গাউন, ক্যাপ ও সমাবর্তন সামগ্রী প্রদান করা হবে। এবং আজ ৪ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে সমাবর্তনের রিহার্সেল অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *