২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথচারীকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছে তিন যুবক। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তিনজনকে সোপর্দ করা হয়।
মঙ্গলবার ৩ ডিসেম্বর রাত ১০টার সময় পথচারীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কোতোয়ালি তুলাতলি লিজা বিল্ডিংয়ের আব্দুর রহমান রকি ও সৎপিতা মো. রুবেলের ছেলে মো. মেহেরাজ রহমান রাকিব (১৯), নগরীর আলকরণ দোভাষ কলোনীর মামুনের ভাড়াটিয়া মো. আলমগীরের ছেলে মো. রানা ও ফিরিঙ্গিবাজার বংশাল রোডের শাহজাহান ড্রাইভার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৯)।
পুলিশ জানায়, নগরীর জেল রোডস্থ রিফাত রেক্সিন নামক একটি দোকানের কর্মচারী মো. নাছির মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে নিজ বাড়ি পটিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। রাত ১০ টার সময় সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে নাছিরের পথরোধ করে অপরিচিত তিন যুবক।
কিছু বুঝে উঠার আগেই তারা তিনজনে মিলে নাছিরকে মারধর করে তার মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নাছিরের সাথে থাকা তার অপর দুই বন্ধু পথচারীদের সহায়তায় তিনজনকেই ধরে ফেলে। পরে পাশ্বস্থ কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি থানা পুলিশ আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখায়।
Leave a Reply