সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে “জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক” ২ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন।
মেলায় উপজেলার মোট ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রকল্প উপস্থাপন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply