রবিবার শপথ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রবিবার শপথ নেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৫ জুলাই (রবিবার) সকাল ১০টা ১৪ মিনিটে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচি জানানো হয়েছে।

এতে জানানো হয়, শপথগ্রহণের পর সকাল ১০টা ২৩ মিনিটে নতুন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইতিহাস গড়ে দ্রৌপদী গত ২১ জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি।

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে করা এক পোস্টে মোদি লিখেন- ‘ইতিহাস রচিত হলো ভারতে। এই জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন।’

বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *