চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪১)। সে চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতো।
২১ জুলাই (বৃহস্পতিবার) রাত সাড়ে ১২টায় বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর জের আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মো. শফি জানান, ঘটনার দিন রাতে প্রতিবেশিদের ঘরে বিদ্যুৎ থাকলেও তাদের ঘরে বিদ্যুৎ ছিলো না। রাত সোয়া ১২টার দিকে ইব্রাহিম কর্মস্থল থেকে ঘরে এসে বিদ্যুৎ দেখতে না পেয়ে বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটির কাছে যান। এ সময় তাদের বিদ্যুৎ সরবরাহ লাইনটি ছেঁড়া দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তাকে উদ্ধার করে রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম চরখিজিরপুর এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।
জে-আর
Leave a Reply