এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে আলোর আশা ফাউন্ডেশন পরিচালিত সোহা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) বন্দর নগরীর দেওয়ান হাট পোস্তারপাড়স্থ আলোর আশার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় থাকা ভাসমান ১৩৫ জন শিশুকে নিয়ে বিগত তিন বছর যাবত সোহা স্কুলের মাধ্যমে তাদের পড়ালেখা,খাবার এবং পোশাকের ব্যবস্থা করে যাচ্ছে আলোর আশা ফাউন্ডেশন। সমাজের বিভিন্ন ব্যক্তি এবং সেবা প্রতিষ্ঠান প্রায় আলোর আশার এ মহতী কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দেন, এরই অংশ হিসেবে এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এলজি,পিএনপি এপে. ডা. জবিউল হোসেন; জেলা-০৩ এর গভর্ণর এপে. এ্যাড. আরশাদুর রহমান রিটু; পিডিজি এপে. এ্যাড মীর ফেরদৌস আলম সেলিম; জেলা-০৩ এর সচিব এপে. এনামুল হক, সন্দ্বীপ ক্লাবের এপে. মাহবুব মোরশেদ তারকে।
গ্রীন সিটির এপেক্সিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম কবির,জাকির হোসেন,হেদায়েত মজুমদার, সাইফুল ইসলাম মামুন,মঞ্জুর মোরশেদ রনী,বাবুল সাহা,তামজীদ হোসেন সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন, আলোর আশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. আনোয়ার এলাহী ফয়সাল এবং প্রধান উপদেষ্টা এপে. জিয়াউল কবির সোহেল।
গ্রীন সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কবির বলেন, গ্রীন সিটি ক্লাব সব সময় চেষ্টা করে এপেক্সের তিনটা মোটো- ১.সেবা ২.সৌহার্দ্য ও ৩. সুনাগরিকত্ব নিয়ে কাজ করতে। তিনি বলেন আমরা একটু ঠান্ডা মাথায় বিচার করলে অনুভব করতে পারি যে, এই তিনটি মোটো একটির সাথে অপরটি এমন ভাবেই লেগে আছে যে,ইচ্ছা করলেই একটি বাদ দেয়া যাবে না। তিনটি মোটোই একে অপরের সাথে পরিপূরক। কারণ, কম ভাগ্যবান বা সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সেবা তিনিই করবেন যার ভিতর সম্প্রীতির বন্ধন রয়েছে, যার ভিতর সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সম্প্রীতি থাকবে তিনি অবশ্যই সুনাগরিক হবেন।
Leave a Reply