বিয়ের পিঁড়িতে বসলেন ওপেনার মুনিম শাহরিয়ার

বিয়ে পিঁড়িতে বসেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিভাবান ওপেনার মুনিম শাহরিয়ার। কনে ইফাত কথার সঙ্গে গত ২২ জুলাই ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণ এই ওপেনার। ময়মনসিংহের মেয়ে কথা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর ভক্তদের দিয়েছেন মুনিম। স্ত্রী কথার সঙ্গে একটি ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায় শুরুর খবর জানান মারকুটে এ ব্যাটার।

ছবির ক্যাপশনে মুনিম লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি।সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।

বিয়ের পরপরই বেশ ব্যস্ত সময় শুরু হচ্ছে মুনিমের। বিয়ের দিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক এসেছে তাঁর। দলের সঙ্গে ২৬ জুলাই ঢাকা ছাড়তে হবে তরুণ এই ওপেনারকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *