রাউজানে শিক্ষার্থীদের থেকে আবর্জনা ক্রয় করেন মেয়র

আধুনিক ও পরিস্কার-পরিচ্ছন্ন রাউজান পৌরসভা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ৪’শ বস্তা আবর্জনা কেনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রাম হবে শহর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় আবর্জনা কিনেছেন মেয়র জমির উদ্দিন পারভেজ।

২৪ জুলাই (রোববার) সকালে রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৪‘শ বস্তা প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল আবর্জনা দুুইশত টাকা করে ক্রয় করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠিত সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র, শিক্ষক ফিরোজ আহমেদ, বিপ্লদ দাশ, যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, ছাত্রলীগের সহ সম্পাদক নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অনেকে।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *