ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি

ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে সরকারি সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। গত এক দশকের মধ্যে এটিই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশগুলোর কর্মকর্তাদের বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ড. মোমেন জানান, সম্মেলনে যোগ দিতে প্রত্যেক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, সবাই আসতে পারছেন না। মিসরের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তুরস্কের ডেপুটি মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স আসবেন বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠাচ্ছে পাকিস্তান সরকার।

সম্মেলনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা জানতে চাইলে মোমেন বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন না। উনার সঙ্গে ডি-৮-এ আলাপ করব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের সম্মেলনে ছয়টি বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হলো—বাণিজ্য, কৃষি, পরিবহণ, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা। সম্মেলনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় থাকবে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *