হেডিংলিতে ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন কুইন্টন ডি কক। কিন্তু কাছে গিয়েও তিন অঙ্কের ঘর ছোঁয়া হলো না তাঁর। প্রোটিয়া তারকাকে সেঞ্চুরি করতে দিল না বৃষ্টি। উল্টো পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের শেষ ওয়ানডেতে খেলা হয়েছে মাত্র ২৭.৪ ওভার। দুই দফা ভারী বৃষ্টি হওয়ার কারণে পরে আর মাঠেই খেলা গড়ানো সম্ভব হয়নি। লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় রাতের দিকে ম্যাচটি পরিত্যক্ত হয়।
ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। ব্রিস্টলে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বুধবার।
বৃষ্টির আগে ২ উইকেট হারিয়ে করে ১৫৯ রান করে দক্ষিণ আফ্রিকা। তাতে ৭৬ বলে ১৩ চারে ৯২ রানে অপরাজিত থাকেন ডি কক। ২৪ রানে অপরাজিত ছিলেন এইডেন মারক্রাম।
দক্ষিণ আফ্রিকা: ২৭.৪ ওভারে ১৫৯/২ (মালান ১১, ডি কক ৯২*, ফন ডাসেন ২৬, মারক্রাম ২৪*; টপলি ৫-০-৩৪-০, উইলি ৪-১-১৯-১, মইন ৭.৪-০-৪২-০, কারান ৪-০-১৭-০, রশিদ ৬-০-৩৬-১, লিভিংস্টোন ১-০-৯-০)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ।
ম্যান অব দ্য সিরিজ: রাসি ফন ডার ডাসেন।
এন-কে
Leave a Reply