রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে যা বললেন মুর্মু

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্রৌপদী মুর্মু মুর্মু বলেন, ‘ভারতের দরিদ্ররা যে স্বপ্ন দেখতে পারে এবং তা সত্যি করতে পারে, এর বড় প্রমাণ আমার নির্বাচন।’ তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অর্জনই আমার কাছে স্বপ্ন ছিল।’

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হয়। এরপর সেন্ট্রাল হলে ভাষণ দেন দ্রৌপদী মুর্মু।

প্রথমবারের মতো দেশটির আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত এ প্রেসিডেন্ট তরুণদের উদ্দেশে বলেন, ‘শুধু নিজেদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করবেন না; দেশের ভবিষ্যতের ভিত্তিও তৈরি করুন। রাষ্ট্রপতি হিসেবে আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মনোনিবেশ করার কথাও জানান তিনি।

সবশেষে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারত প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন পর্ব যোগ করছে। করোনা মহামারির বিরুদ্ধে লড়াই বিশ্বব্যাপী ভারতের প্রভাব বাড়িয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *