দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরতে পেরে উৎসব চলছে জেলেদের মাঝে। ২৫ জুলাই (সোমবার) সকালে ফিশারীঘাটে গিয়ে দেখা যায় ইলিশ আসছে ট্রলারে ট্রলারে। তারপর সেগুলো ছোট ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে।
পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও দামটা এখনও সাধারণের নাগালের বাইরে। প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৫ হাজার থেকে ২৬ হাজার টাকায়।
ফিশারিঘাটে মাছ কিনতে আসা রকিব দৈনিক সময়ের কাগজকে বলেন, সস্তায় ইলিশ পাবো বলে কাস্টম থেকে এখানে এলাম। কিন্তু দাম বেশি হওয়ার কারণে ইলিশ আর কেনা হলোনা।
ইলিশের দাম এত বেশি কেন জানতে চাইলে আড়তদার নোটন দাস দৈনিক সময়ের কাগজকে বলেন, দীর্ঘ দুই মাসেরও অধিক সময় পর ইলিশ মাছ বাজাওে এসেছে দাম একটুতো বেশি হবেই। এ আর কয়েকদিনপর পর দাম কমে যাবে।
আগ্রাবাদ থেকে মাছ কিনতে আসা রফিকুল আলম দৈনিক সময়ের কাগজকে বলেন, টাটকা ইলিশের স্বাদই অন্য রকম আমরা চার পরিবার মিলে এক মণ মাছ কিনেছি।
জে-আর
Leave a Reply