জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সীতাকুণ্ডে র‍্যালী ও আলোচনা সভা

প্রতিবন্ধী দিবস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে “অভিগম্য আগামীর পথে ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ইপসা, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, পিকেএসএফ ও এডিডি এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা জয়নাল আবেদ্দীন এর সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেচ্ছা বেগম। এতে বিশেষ অতিথির সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, হ্যান্ডি ক্যাপ ইন্টারন্যাশনাল বেইজ ম্যানেজার আব্দুর গফুর, রেডিও সাগর গিরি’র সিনিয়র প্রযোজক, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি নুরুর নবী।

শেষে যারা প্রতিবন্ধীতাকে জয় করতে সক্ষম হয়েছে এবং আত্ম কর্মসংস্থানের মাধ্যেমে তারা পরিবারে সফলতা অর্জন করেছে এ ধরনে সফল পাঁচ জন ব্যাক্তিকে সম্মানীত করা হয় ক্রেষ্ট প্রদানের মাধ্যমে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *