স্বামীর চলন্ত বাইক থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু,আহত শিশুপুত্র

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : শিশু পুত্রকে নিয়ে স্বামীর মোটরবাইকে উঠেছিলেন গৃহবধু তানজিলা আকতার (২৫)। বাইক চলন্ত অবস্থায় পেছন থেকে শিশুপুত্রকে নিয়ে হঠাৎ ছিটকে পড়েন তানজিলা। 

এতে শিশুপুত্রকে রক্ষা করতে পারলেও না ফেরার দেশে চলে গেলেন মা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে শিশুটি।

গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার সময় নগরীর পাহাড়তলী থানা সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, শুক্রবার রাতে স্বামী, স্ত্রী ও শিশুপুত্র মিলে মোটর সাইকেলে চড়ে নগরীর পাহাড়তলি এলাকার সিডিএ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। বাইকটি চলন্ত অবস্থায় হঠাৎ করে পেছন থেকে স্ত্রী ও শিশুপুত্র ছিটকে পড়েন।

স্থানীয় পথচারিরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্ত্রী তানজিলাকে মৃত ঘোষণা করেন এবং আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *