আ’লীগের সম্মেলনে প্রবেশের সময় ফেনসিডিলসহ যুবলীগ কর্মী আটক

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশের সময় ফেনসিডিলসহ হাসান কবির (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় সম্মেলন উদ্বোধনের একটু আগে পুলিশের তল্লাশির সময় তাকে আটক করা হয়।

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।

আটক হাসানের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামে। তার বাবা আবদুল আজিজ গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, হাসান কবির স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার কোনো পদ নেই।

সম্মেলন উদ্বোধনের একটু আগে তল্লাশিকালে রাজশাহী নগরের রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম একজনকে আটক করেন। আটক হাসান কবিরের কোমরে এক বোতল ফেনসিডিল গোঁজা ছিল।

রাজশাহী নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ জানান, সম্মেলন উদ্বোধনের একটু আগে তল্লাশিকালে এক বোতল ফেনসিডিলসহ হাসান কবিরকে আটক করা হয়। রাজপাড়া থানায় পাঠিয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *