বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও কমেছে নতুন শনাক্ত। এ সময়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। আর মারা গেছে এক হাজার ২২৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ মঙ্গলবার সকালে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে চারশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৮ হাজার ৪১৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৪ হাজার ৫৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্ত ৫৯ কোটি এক লাখ সাত হাজার ৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৪ লাখ ৩৮ হাজার ৪১৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৮১৭ জন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *