চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

স্বর্ণবারসহ

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার ২০টি স্বর্ণবারসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই সদস্যরা।

৮ ডিসেম্বর রবিবার সকালে দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসা যাত্রী অহিদুল আলম (৩০)’র কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করার পর তাকে আটক করা হয়। অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অহিদুল যে ফ্লাইটে চট্টগ্রাম আসেন সেটি ছিলো কানেক্টিং ফ্লাইট। এটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাবার কথা। অহিদুল চট্টগ্রামের ছেলে হয়েও সে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে ফ্লাইটে অবস্থান করছিলো।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের কোন বৈধ কাগজপত্র না তাকায় বিমান যাত্রী অহিদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *