দিনভর সেই পুরনো দিনেরই স্মৃতিচারণ আর
নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উৎসবে মেতে ছিল সবাই।
তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় অনুষ্টান প্রাঙ্গণ। রাউজান উপজেেলার উরকিরচর উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের ফ্যামিলি মিলন মেলায় এসে তারা যেন ফিরে গিয়েছিল সেই স্কুল জীবনের বন্দি থাকার সোনালী দিনগুলোতে।
গত ৬ আগষ্ট শনিবার মদুনাঘাটস্থ এ কে টাওয়ারস্থ কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিচারন অনুষ্টান। মোহাম্মদ মহিউদ্দিন ইমনের উপস্থাপনায় স্কুল জীবনের অতিত স্মৃতি রোমন্থন করেন ডাঃ মোঃ আব্দুল হাকিম, শফিউল আজম, এস,এম জাহাঙ্গীর আলম সুমন, মোহাম্মদ নাছের হেজাজী, আবুল কাশেম হিরু, লোকমান আকবর,মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লোকমান,মোহাম্মদ জাহেদ,ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, রফিকুল আলম, মনসুর আলম, শামশুল আলম, মোহাম্মদ মিন্টু,মোহাম্মদ আলম, শাহেদা আক্তার রুমা, নাসরিন আক্তার,মমতাজ বেগম,মানোয়ারা বেগম , রোকেয়া বেগম নিলু, পারভিন আক্তার,শেলী আকতার,হাসিনা বেগম।
স্মৃতি চারনে বন্ধুদের কণ্ঠ থেকে ভেসে আসছিল অজস্র আবেগি সংলাপ।স্মৃতিচারন করতে গিয়ে সকলেই ফিরে যায় হারানো উচ্ছল তারুণ্যে ভরা সেই শৈশবের দিনগুলোতে। অনুষ্টানে চারজন শিক্ষক কে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধিত শিক্ষকদের মধ্যে সম্মাননা পদক গ্রহন ও অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, মিসেস মেরী বিশ্বাস, পরেশ চন্দ্র শাহা, সহকারী শিক্ষক হীরাধন বড়ুয়া।আনন্দঘন পরিবেশে, ব্যাপক,উৎসাহ, উদ্দীপনা, উচ্চাসেভরা ছিল বিভিন্ন প্রতিযোগিতা। অনুষ্টান উপলক্ষে প্রদর্শিত হয় তথ্যচিত্র “স্মৃতির পাতায় দিনলিপি “।নসবশেষে ছিল আকর্ষণীয় ছিল র্যাফেল ড্র, পুরস্কার বিতরন। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সতীর্থ বন্ধুদের সাথে কুশল বিনিময়, আনন্দ আড্ডা,গল্পের আসর চলে দিনভর।
দীর্ঘ ৩১ বছর পর দেখা হওয়া শৈশব ও কৈশোরের স্কুল জীবনের বন্ধু-বান্ধবীদের আনন্দ উদ্দীপনায় পুরোটা অনুষ্ঠান জুড়ে মুখরিত ছিল মিলন মেলা।
অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে ছিল আনন্দে উদ্বেলিত। এ মিলন মেলায় যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির।তাই তো যাবার বেলায় বিদায়ী মুখগুলো বন্ধুদের দিকে তাকিয়ে বলছিল ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো?’
Leave a Reply