আফ্রিকার জোজিবিনি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন

মিস সাউথ আফ্রিকা জোজিবিনি তুনজি (২৬) ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন।

রোববার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ২০১৮সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে অনুষ্ঠানে তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

তুনজি তার সমাপনী বক্তব্যে নারীর ক্ষমতায়তন নিয়ে কথা বলেছেন। তিনি ক্ষমতায়নের জন্যে নারীদের নিজেদের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান।

তুনজি বলেন, আমি এমন এক বিশ্বে বেড়ে উঠেছি যেখানে আমার মতো গায়ের রঙ এবং চুলের মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয়না। কিন্তু এখন সময় এসেছে এ পরিস্থিতি বদলানোর।

আটলান্টার টেইলর পেরি স্টুডিওতে মিস ইউনিভার্সের ৬৮তম এই আসরে তুনজি ৯০ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *