বিচার বিভাগ চট্টগ্রামের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আগস্ট (সোমবার) আদালত ভবনস্থ শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলার মহান স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্মেলিত টি-শার্ট বিতরণ করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহম্মেদ ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী। সভায় চট্টগ্রাম বিচার বিভাগীয় জেলা জজ পর্যায়ের বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ,
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং সিজেএম কোর্টেও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. আবু তাহের।
জে-আর
Leave a Reply