নতুন লুকে ভাইরাল সালমান খান

বলিউড ‘ভাইজান’খ্যাত সালমান খান। ভাইজানের সিনেমার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। শুটিং চলছে তার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার। আগামী ডিসেম্বরে অথবা আসছে বছরের শুরুতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ সিনেমায় সালমান খান প্রথমবারেরর মতো জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। কয়েক মাস আগে শুটিং শুরু করেছেন দুই তারকা। গত সপ্তাহের শুরুতে, শুটিংয়ের পরবর্তী শিডিউলের জন্য তারা লেহ লাদাখে শুটিং করছেন।

সালমান খান শুক্রবার শুটিং থেকে ইনস্টাগ্রামে নতুন লুকের ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, লম্বা চুলে তিনি দাঁড়িয়ে আছেন। মুখ দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনেলিখেছেন: ‘লেহ… লাদাখ।’ সোশ্যাল মিডিয়ায় তা সঙ্গে সঙ্গেই ভাইরাল। ভক্তরাও অপেক্ষায় রয়েছেন ভাইজানের সিনেমাটি দেখার জন্য।

তবে লম্বা চুলে এই প্রথম নয়, এর আগেও ‘তেরে নাম’-এ লম্বা চুলে ভক্তদের নজর কাড়েন সালমান। সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। এ ছাড়াও এতে আছেন শেহনাজ গিল, জাস্সি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস ও জাগপতি বাবু।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *