সীতাকুণ্ডে ভূমি জবর-দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে জায়গা দখল করে গাছ কর্তন করে গ্যারেজ নির্মানের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে নুর নাহার বেগম নামে এক নারী। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে নুর নাহার বেগম বলেন, আমার স্বামীর বিদেশের কষ্টার্জিত অর্থ দিয়ে বিগত ২০০৬ সালের ২৮ আগষ্ট জনৈক হাজী মহিউদ্দীনের কাছ থেকে মহাদেবপুর মৌজার ১২ শতক আন্দর ৮ শতক নাল জমি ক্রয় করি। যাহার (দাগ নং ৫০৮৫ খতিয়ান নং ২৩০১)।

আমি ক্রয়কৃত ৮ শতক জমি নামজারি খতিয়ান করার পর জমির তিনদিকে সীমানায় দেওয়াল নির্মাণ করি, এরপর বাউন্ডারীর ভিতরে বিভিন্ন গাছ রোপন করি। দীর্ঘ ১২/১৩ বছর যাবৎ এই জায়গা ভোগ দখলে আছি। কিন্তু গত ১১ নভেম্বর সকালে এলাকার সফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যুর নেতৃত্বে সন্ত্রাসী দল বাউন্ডারীতে প্রবেশ করে সমস্থ গাছ কেটে সেখানে গ্যারেজ নির্মাণ করতে বাঁশের খুটিসহ বিভিন্ন মালামাল আনতে থাকে। এসময় আমি আমার মেয়েকে নিয়ে এসব কাজে বাঁধা দিলে তারা আমাদেরকে গালি গালাজ করে জানে মেরে ফেলার হুমকি দেয়।

এরপর ভয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে হেল্প লাইন থেকে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করলে এসআই কায়েমুল ইসলামের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে বুঝিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং উভয়পক্ষকে মীমাংসার জন্য স্থানীয় প্রশাসন বা আইন আদালতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি এবং এ ব্যাপারে থানায় জিডি করেছি। আমি ভূমিদস্যু সফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *