অস্কারে যোগ্যতা অর্জনকারী হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হরর মুভি হিসেবে জিতেছে নুহাশ হুমায়ূনের নির্মিত ছবি ‘মশারি’। শুধু তাই নয়, এ প্রতিযোগিতার সেরা আটটি ফিল্মের একটি হিসেবেও সম্মানিত করা হয়েছে ছবিটিকে।
নুহাশ হুমায়ূন আজ তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের উদ্দেশে এ খুশির খবরটি শেয়ার করেন।
চলতি বছরের ১৩ মার্চ মশাশি ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনায় ছিলেন জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুনেরা বিন্তে কামাল। ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি পান।
ছবিতে আরও অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদের মেয়ে অনোরা। ২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে উঠে এসেছে পৃথিবীর ধ্বংসের শেষপ্রান্তে জনমানব শূন্য দুই বোনের গল্প।
উল্লেখ্য, এর আগে আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার পায় ছবিটি।
এ ছাড়া ফ্যান্টাস্টিক সেভেন, সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসব, ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল এমনকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’।
এন-কে
Leave a Reply