বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। ১৯ জন প্রার্থী দলের মনোনয়ন পেতে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এই ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দল তৃণমূলে সিদ্ধান্তকে মূল্যায়ন করেছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দলের অন্যতম নেতা মোছলেম উদ্দিনকে মনোনয়নের প্রয়োজন ছিলো। আসন্ন নির্বাচনে এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এদিকে মোছলেম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলা সদরে এক আনন্দ মিছিল বের করেন।
এছাড়া নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
Leave a Reply