সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড ভাইজান সালমান খান। আপকামিং এ মুভিটির নাম ‘গডফাদার’। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এরই মধ্যে দক্ষিণী এই মুভিটির টিজার প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে সালমান দক্ষিণী ছবিতে হাতেখড়ি নিয়েছেন বলা যায়। যার গুরু চিরঞ্জীবী।
তেলুগু ভাষার এ ছবিটি মূলত সুপারহিট মালয়ালম ছবি ‘লুসিফার’ রিমেক। প্রকাশিত হওয়া ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দুই তারকাকেই আলাদা আলাদা গুরুত্ব দেয়া হয়েছে।
টিজারে দেখা যায়, একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর তো অন্যদিকে কালো জ্যাকেট চাপিয়ে বাইকে চেপেছেন সালমান খান।
গুঞ্জন উঠেছে, সালমানের পানভেলের ফার্ম হাউসে এ ছবির শুটিং হয়েছে। রাজনৈতিক থ্রিলারে নির্মিত এই ছবিতে সালমান ক্যামেরায় ধরা দেবেন অ্যাকশন মুডে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে দর্শক হৃদয়ে প্রতীক্ষিত গডফাদার সিনেমাটি।
এন-কে
Leave a Reply