জনপ্রিয় ম্যাগাজিনে নগ্ন ফটোশুটের পর বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর সিংয়ের। সবশেষ ২৬ জুলাই মুম্বাইয়ের চেম্বুর থানায় চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা করেন এক নারী আইনজীবী। তার এ অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। তবে সে নির্দেশ মোটেও মানছেন না রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, অশ্লীলতার মামলায় অভিযুক্ত এই বলিউড নায়ককে ধরতে পুলিশ তার বাড়িতে হানা দেয়।
ওই দিন ঘটনাক্রমে বাড়িতে পাওয়া যায়নি তাকে।
আজ ২২ আগস্ট হলেও উকিল নোটিশ পাওয়া এই নায়ক পুলিশের কাছে এখনও হাজিরা দেননি। বিদেশ যাত্রা আর জন্মাষ্টমীর পূজায় ব্যস্ত থাকায় তিনি এই বেঁধে দেয়া সময়ে পুলিশের কাছে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন।
এই অসমর্থের কথা তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন মুম্বাই পুলিশের কাছে। সেই সঙ্গে চেয়ে নিয়েছেন আরও দুই সপ্তাহ সময়।
এখন দেখার বিষয়, পুলিশি এই ঝামেলা রণবীর-দীপিকার সুখের সংসারে ঠিক কতটা প্রভাব ফেলে। তার জন্য ভক্তদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
এন-কে
Leave a Reply