সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গামারীতলা (দ. সোনাইছড়ী) গ্রামের ভিতরে ঘনবসতিপূর্ণ এলাকায় গ্রামবাসীর চলাচলের রাস্তা দিয়ে কাভার্ডভ্যান স্হাপন প্রক্রিয়াবন্ধ করার দাবিতে এবং এলাকাবাসিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ ২২ আগস্ট (সোমবার) চট্রগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় এ গ্রামে দক্ষিণ সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা-হাকিম হাই স্কুল, দক্ষিণ সোনাইছড়ি জামে মসজিদ, গ্রামের উত্তর পাশে হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও দক্ষিনে শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
এ প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত শতশত ছাত্র-ছাত্রী এ রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এ রাস্তা ছাড়া এলাকাবাসী ও ওই সকল প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের চলাচলের আর কোন বিকল্প রাস্তা নেই।
বিভিন্ন সময়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা নষ্ট হয়ে যায় এবং দুর্ঘটনা থেকে রক্ষা জন্য রাস্তা এটিকে যাতে ভারী যান চলাচল করতে না পারে সেজন্য এলাকাবাসী রাস্তায় বাঁশের বেড়া দেয়।
এলাকার নুরুল আলম চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের মধ্যে হাই স্কুল ও মসজিদের মাঝখানে ঘনবসতিপূর্ণ এলাকায় তার পরিত্যক্ত খালি জায়গায় কন্টেইনার টার্মিনাল স্থাপন করার অপচেষ্টা স্বরুপ ১ আগষ্ট সোমবার দিবাগত রাত্রে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী এনে বাঁশের বেড়া সরিয়ে সকালে শত শত কাভার্ডভ্যান গ্রামের ভিতরে প্রবেশ করায়।
এতে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের চলার পথে শত শত গাড়ির বেপরোয়া গতিতে আসা যাওয়ার ফলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনা ঘটছে। কন্টেইনার ডিপোতে শতশত ড্রাইভার ও হেলপারের আনাগোনায় পুরো এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে।
রাস্তাঘাটে ড্রাইভার ও হেলপার দের আনাগোনায় স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। দিনে রাতে এলাকায় গাড়ি গুলোর বেপরোয়া চলাচল ও বিকট হর্নের শব্দ দূষণের কারনে ছাত্র- ছাত্রী ও মুসল্লিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হচেছ।
কন্টেইনার ডিপো নির্মাণ করার ফলে মহাসড়ক থেকে গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কাভার্ডভ্যান /কন্টেইনার ট্রাক চলাচল করছে। এ কারণে গ্রামের মানুষের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া এলাকায় অবস্থিত স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, গ্রামের মধ্যে ট্রাক ডিপো তৈরীর ফলে প্রতিদিন প্রায় ৫০০/ ৬০০ কাভার্ডভ্যান / কন্টেইনার ট্রাক আসা যাওয়া করে। ফলে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের চলাচলে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। ট্রাকগুলোতে করে শত শত রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ক্যামিকেল আনা নেওয়া করছে।
যার ফলে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিএম ডিপোতে স্মরণকালের ভয়াবহ কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণের কথা চিন্তা করে অবিলম্বে এ কন্টেইনার ডিপো বন্ধ করার আহবান জানিয়ে সম্প্রতি শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে। এদিকে ডিপো স্হাপনকারী প্রভাবশালী নুরুল আলম চৌধুরী এলাকাবাসীকে হুমকি স্বরুপ মামলা – হামলা করে ডিপো স্হাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
গ্রামবাসীর যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে অসৎ উদ্দেশ্য গত ১৫ আগষ্ট গ্রামবাসীকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে আখ্যায়িত করে এলাকার গন্যমান্য ১৭ জন ব্যক্তির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে।
এ দিয়ে গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আমরা এলাকাবাসী ডিপো স্হাপনের বিরুদ্ধে সর্বস্তরের গ্রামবাসী ঐক্যবদ্ব। নুরুল আলম চৌধুরী যাতে এখানে ডিপো স্হাপন করতে না পারে ও গ্রামবাসীর বিরুদ্ধে করা মিথ্যা চাঁদা বাজির অভিযোগ প্রত্যাহার করার জন্য সাংবাদিক সমাজের মাধ্যমে আমরা সংকারের উধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাষ্টার মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন যথাক্রমে মো. মাহবু্ুবুল আলম, সাবেক মেম্বার মো. আজগর আলী, মো. জাফর ইকবাল, শফিউল আজম, এ এম, দিদারুল আলম, মো. নিজাম উদ্দিন, মো. আব্দুল মান্নান জিকু, মওলানা মো. সাহাব উদ্দিন প্রমুখ।
জে-আর
Leave a Reply