এফ টাচ ইভেন্টস লি. যৌথভাবে সাইন এন্ড ডিজাইন এর সাথে কিচেন সলিউশন, ইন্টেরিয়র, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য মেলা আয়োজন করেছে যার পৃষ্ঠপোষকতা করছে মাই কিচেন। প্রদর্শনীটি ২৫ – ২৭ আগস্ট পর্যন্ত রেডিসন ব্লু-চট্টগ্রাম বে ভিউ এর মেজবান হলে অনুষ্ঠিত হতে হবে। আগামী ২৫ আগস্ট সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিআইপি।
৩০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন।
ঢাকা ও চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, সিরামিক, বাথরুম ফিটিংস, অটো ক্লেভড ব্লক ও এক্সেসরিজ, স্যানিটারি ও কিচেন ওয়ার, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।
তিলোত্তমা বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, গতানুগতিক কিচেন থেকে মডিউলার কিচেনে রান্নার আরামদায়কতার বিষয়টি উপলব্ধি করানোর উদ্দেশ্যেই আমরা বন্দর নগরীতে উপস্থিত হয়েছি।
যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্ণিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারনা নিতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।
আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) নগরীর রেডিসন ব্লু-চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তিলোত্তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সজ্জাদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাই কিচেন এর সিও শওকত ইমরান খান,
আয়োজক প্রতিষ্ঠান সাইন এন্ড ডিজাইনের সিইও এ বি এম খালেদ মাহমুদ অপর আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লি.’র পরিচালক শেখ ফিরোজ আহমেদ ও মো. সোহেল রানা।
এফ টাচ ইভেন্টস লি.’র পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, ইন্টেরিয়র এক্সটেরিয়র পেশাজীবী, আর্কিটেক্ট এবং সৌখিন গৃহসজ্জাকারীগণ এ মেলায় এসে প্রয়োজনীয় পণ্যের প্রদর্শনী দেখে উপকৃত হবেন।
এছাড়াও সাধারণ ব্যবহারকারীগণ নতুন নতুন গৃহসজ্জা পণ্যের সাথে পরিচিত হতে পারবেন এবং গৃহ ও অফিস সজ্জার আসবাবপত্র ক্রয় করতে পারবেন।
এ প্রদর্শনীতে অংশগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার। প্রদর্শনীর সময় : প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। প্রবেশ মূল্য ফ্রি।
জে-আর
Leave a Reply