মিরসরাইয়ে সিআর পরোয়ানাভুক্ত ছয় আসামি গ্রেফতার

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় সি আর পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ ২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো-উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার নুরন্নবীর পুত্র নুর উদ্দিন ও মহি উদ্দিন এবং তাদের স্ত্রী খালেদা আক্তার ও জিকরের জাহান।

অন্য দুই আসামি হলেন একই ইউনিয়নের হাদিনগর এলাকার হাসেমের পুত্র জয়নাল আবেদীন এবং গোভনীয়া এলাকার মৃত নুর ইসলামের পুত্র শাহআলম।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সি আর পরোয়ানাভুক্ত ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের মঙ্গলবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *