ফের করোনায় আক্রান্ত মেগাস্টার অমিতাভ

ফের করোনাভাইরাসে আক্রান্ত হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে সামাজিক পাতায় ভক্তদের এ অভিনেতা জানান, দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে।

এ তারকা অভিনেতা রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির ১৪তম মৌসুমের শুট করছিলেন।

তবে করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কি না, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি বলিউডের শাহেনশাহ।

মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে টুইট-বার্তায় অমিতাভ বচ্চন জানান, দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা আমার কাছাকাছি ছিলেন ও সংস্পর্শে এসেছিলেন, দয়া করে পরীক্ষা করিয়ে নিন।

বলিউড হাঙ্গামার খবর, ২০২০ সালে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর ঐশ্বরিয়া রাই বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *