চট্টগ্রাম চ্যালেঞ্জার্স’র জার্সি উন্মোচন : কাল উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ সিলেট থান্ডার্স

বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

২৪ ঘন্টা ডট নিউজ। খেলার ঘন্টা : আজ রাত পেরুলেই আগামীকাল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট উৎসব বঙ্গবন্ধু বিপিএল। সাত দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের বিপিএল। অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে সবার আগে জার্সি উন্মোচন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্সি ও ক্রিকেটারদের আত্মপ্রকাশ অনুষ্ঠান করে চ্যালেঞ্জার্স। এ জার্সি পড়েই আগামীকাল ১১ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চিটাগং চ্যালেঞ্জার্সের খেলোয়াড়রা।

আখতার গ্রুপের মালিকানাধীন দলটি নিজেদের ব্র্যান্ডিংয়ে জার্সি জড়িয়ে এবারের বিপিএলে প্রথম প্রতিপক্ষ সিলেট থান্ডার্স’র মুখোমুখি হবে। মাহমুদুল্লাহর ইনজুরিতে প্রথম দুই ম্যাচে চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

জার্সি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, একমির পরিচালক ফাহিম সিনহা, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুসসহ দলের ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার রায়াদ এমরিদ, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দোসহ আরো অনেক ক্রিকেটার এসময় উপস্থিত ছিলেন।

করাচিতে দিবা রাত্রির টেস্টে বাংলাদেশ খেলবে কিনা এই প্রশ্নের উত্তরে চট্টগ্রাম টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, পাকিস্তান সিরিজই এখনও নিশ্চিত নয়।

বিপিএলের উদ্বোধনী ম্যাচের দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ থাকছে রংপুর রেঞ্জার্স।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *