মিরসরাইয়ে জনপ্রতিনিধিদের ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা

মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

বাংলাদেশে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (এনআইএলজি) আয়োজিত ও মিরসরাই উপজেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড এবং সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন,

নুরুল মোস্তফা, এনায়েত হোসেন নয়ন, এসএম আবু সুফিয়ান বিপ্লব, রেজাউল করিম মাস্টার, মফিজ উদ্দিন, ফজলুল কবির ফিরোজ, কামরুল হায়দার চৌধুরী, শামসুল আলম দিদার,

সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ম্যানেজার গৌতম চন্দ্র, এলাকা ব্যবস্থাপক মনজুরুল হাসান, মিরসরাই ব্র্যাঞ্চ ম্যানেজার রাজু আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যগণ।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *