নিখোঁজের ২৪ দিন ধরে খুজ মেলেনি, ছেলেকে খুঁজে পেতে পিতার আকুতি। মাদ্রাসার পড়ুয়া ১২ বছরের পুত্র সন্তানের খোঁজ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গীর।
গত ৩০ জুলাই সকালে ঘর থেকে বের হয়ে না ফেরা নিখোঁজ মাদ্রাসার পড়ুয়া সাইফুল ইসলাম ইমন (১২)কে ২৪ দিন ধরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন উপজেলায় খুঁজেও সন্ধায় না পেয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে সাইফুলের বাবা জাহাঙ্গীর আলম আনোয়ারা থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।
সে স্থানীয় চাতরী চৌমুহনী বাজারের একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সাইফুলের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ৩০ জুলাই সকালে কাউকে কিছু না বলে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়।
ছেলের খোঁজ পেতে এ ২৪ দিন বিভিন্ন উপজেলাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে-বাড়িতে খোঁজাখুজি করি। কিন্তু কোথাও পাইনি আমার ছেলের সন্ধান। সর্বশেষ মঙ্গলবার প্রশাসনের সহযোগিতা কামনা করে ডায়রী করেছি থানায়।’
তিনি আরও বলেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পান ০১৮২৪-৪৭৭৩৩১ নাম্বার বা থানায় যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ জানান। ৪ ফুট উচ্চতা সাইফুলের গায়ের রং শ্যামলা, নিখোঁজের দিন তার শরীরে পরিধান ছিলো জিন্স প্যান্ট ও কালো রঙের হাফ শার্ট।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান বলেন, ‘১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ডায়েরী করেছেন ছেলেটির পিতা। খোঁজ পেতে থানা পুলিশ চেষ্টা করেছেন।
জে-আর
Leave a Reply