মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যেগে বনার্ঢ্য র‌্যালী

কামরুল ইসলাম দুলু : আসুন মানবাধিকার রক্ষায় একে অপারের পাশে দাঁড়াই’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বনার্ঢ্য র‌্যালীর উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মহানগর পিপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুদ্দীন চৌধুরী।

র‍্যালীটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে খাস্তগীর উচ্চ বিদ্যালয় স্কুল ঘুরে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

আবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান লিটন, নিয়াজ আহমদ খান, নাজিম আকতার আমিরী, সাঈদ খান আরজু, লায়ন আবু নাসের রনি, মোহাম্মদ সেলিম, মুসা খান, শেখ দিদারউদ্দিন আহমদ, আশ্রাফউদ্দিন মাহমুদ, মোহাম্মদ জিয়াউর রহমান, রাশেদউল্ল্যাহ্, এডভোকেট মেজবাহউদ্দিন দোয়েল, মোহাম্মদ রাজি প্রমূখ।

বক্তারা বলেন ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতীসংঘের সাধারন পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষনা পত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘের আর্ন্তজাতিক মানবাধিকার দিবস হিসাবে ঘোষনা করে। সেই থেকে বিশ্ব জুড়ে এই দিনটি আর্ন্তজাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, বিশেষ আফগানিস্তান, কাশ্মীর, বার্মাতে সবচে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *