এশিয়া কাপ ক্রিকেটের ‘এ’ গ্রুপের খেলায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। হাই ভোল্টেজ ম্যাচে দুই দলই লড়াই করেছে পাল্লা দিয়ে। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত জয় অর্জন করে ম্যাচের শেষ ওভারে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ১৫ রানেই অধিনায়ক বাবর আজমকে (৯ বলে ১০ রান) হারিয়ে ফেলে পাকিস্তান। এর আগে প্রথম ওভারে রিভিউ নিয়ে জীবন পান আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
সেই সুবিধা কাজে লাগিয়ে রিজওয়ান সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যান। সততার নজির গড়ে ফখর জামানও (৬ বলে ১০ রান) ধরেন প্যাভিলিয়নের পথ। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান রিজওয়ান।
তবে দুজনের কেউই দ্রুতগতিতে রান তুলতে পারেননি। দুজনের ৪৫ রানের জুটি ভাঙে ২২ বলে ২৮ রান করে ইফতিখার (২টি চার ও ১টি ছক্কা) বিদায় নিলে। দলীয় রান তিন অঙ্কে পোঁছানোর আগে রিজওয়ান ও খুশদিল শাহও বিদায় নেন। বিদায়ের আগে ৪৩ রান করতে রিজওয়ান মোকাবেলা করেন ৪২ বল, হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা।
দলীয় রান ১০০ ছাড়ালেও পাকিস্তান খেই হারিয়ে ফেলে। তবে ৯ম উইকেট জুটিতে দুই টেল এন্ডার হারিস রউফ ও শাহনেওয়াজ দহানি পাকিস্তানকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। শেষ উইকেটে দুজনে গড়েন ১৯ রানের পার্টনারশিপ। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাবর আজমের দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান। দহানি ৬ বলে ১৬ রান করেন দুটি ছক্কায়। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন দুটি চার হাঁকানো রউফ।
ভারতের হয়ে সবগুলো উইকেটই বাগিয়ে নেন পেসাররা। ভুবনেশ্বর কুমার চারটি, হার্দিক পান্ডিয়া তিনটি, আরহদীপ সিং দুটি ও আবেশ খান একটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই লোকেশ রাহুলকে হারিয়ে ফেলে ভারত, যিনি গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতার শিকার হন। ওয়ান ডাউনে নেমে শুরুতেই স্লিপে জীবন পান বিরাট কোহলি। এরপর রোহিত শর্মাকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন তিনি। কোহলি শুরুতে চড়াও হলেও একসময় পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। অপর প্রান্তে রোহিত ব্যাট করেছেন কচ্ছপের গতিতে।
৮ম ওভারের শেষ বলে দলীয় ৫০ রানে রোহিত সাজঘরে ফেরার আগে ১৮ বলে করেন মাত্র ১২ রান। দশম ওভারে সাজঘরে ফিরতে হয় কোহলিকেও। বিদায়ের আগে ৩৪ বলে করেন ৩৫ রান, হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। সূর্যকুমার যাদবও চাপের মুখে ছিলেন মলিন, ১৮ বলে করেন সাকুল্যে ১৮ রান। ৮৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত।
এরপর দলের হাল ধরেন চার নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ও ছয় নম্বরে নামা হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে তাদের ৫২ রানের পার্টনারশিপ ভারতকে পথ দেখায়। শেষদিকে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন দুজনই, তবে বেশি সাবলীল ছিলেন হার্দিক। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই বোল্ড হয়ে যান ২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৫ রান করা জাদেজা। পরের বলে সিঙ্গেল নিয়ে হার্দিককে স্ট্রাইক এনে দেন দীনেশ কার্তিক। তৃতীয় ডেলিভারি ডট বল হলেও চতুর্থ বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে হার্দিক দলের জয় নিশ্চিত করেন ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত হার্দিক হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ তিনটি ও অভিষিক্ত নাসিম শাহ দুটি উইকেট শিকার করেন।
Leave a Reply