চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭.১ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যুও হয়নি।
আজ ২৯ আগস্ট, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৮ জনই নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৪৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে
Leave a Reply