মদিনা ইসলামি মিশনের শাহাদাতে কারবালা ও গাউসুল আলম আশরাফ জাহাঁগীর সিমনানীর স্মরণে আলোচনা সভা

এ পৃথিবীর শেষ অবধি আদর্শের প্রতীক হয়ে মানব হৃদয়ে আ’লে রাসূল ইমাম হুসাইন চিরঞ্জীব থাকবেন। সত্যের পক্ষে প্রত্যেক লড়াইয়ে ইমাম হুসাইন প্রেরণা হয়ে সাহস দিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন অতিথিবৃন্দ। ভারত উপ মহাদেশের সম্মুখ সারির ইসলাম প্রচারকদের অন্যতম ছিলেন মাহবুবে ইয়াযদানী, গাউসুল আলম শায়খ সৈয়দ সুলতান আশরাফ জাহাঁগীর সিমনানী (রাহ.)। যিনি ইসলামের খেদমতের প্রতি অনুরাগী হয়ে নিজ সিংহাসন ছেড়ে খোদায়ী প্রেমে ডুব দিয়ে সফল হয়েছেন। একজন সফল দ্বীন প্রচারক হিসেবে মাখদুমে পাক হুজুর সিমনানীর প্রতি সকলে আজ শ্রদ্ধাবনত।

গত ২৭ আগস্ট (শনিবার) মদিনা ইসলামি মিশনের উদ্যোগে মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পাক ভারতে উপমহাদেশে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক হযরত আশরাফ জাহ্গীর সিমনানী (রহ.) এর ৬৩৬ তম ওরশ শরীফ পালন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সিলসিলায়ে আলীয়া আশরাফিয়ার খলিফা পীর মাওলানা মুহাম্মাদ নিজাম উদ্দিন আশরাফি।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন আলহাজ্ব তৌহিদুর কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু হসপিটালের ভাইস-প্রেসিডেন্ট ইনজিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক কলামিস্ট নুর মোহাম্মদ রানা ।

আলোচক ছিলেন মাওমানা নজরুল ইসলাম আশরাফী, গাজী মাওলানা মঈনুদ্দীন রেজভী,আলহাজ্ব মাওলানা ইয়াছিন আনছারী. মাওলানা নুরুচ্ছফা আল কাদেরী, আলহাজ্ব মন্নান খান আশরাফী, শাহজাদা সৈয়দ মীর জসীম উদ্দিন, মোহাম্মদ মূছা,

মোহাম্মদ হারুন পাশা, মোহাম্মদ ইয়াকুব, আলহাজ্ব মুহাম্মদুর রহমান, মোহামদ হাসান সিকদার, হাজি আহম্মদ হোসেন খান, চৌধুরী জসীমমুল হক, স.ম.জিয়াউর রহমান, মোহাম্মদ মুছা খান প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন রাহাতিয়া দরবারের শাহজাদা সৈয়দ গোলাম রসুল নঈমী। মাহফিলে মিলাদ কেয়াম ও আখেরী মোনাজাত শেষে উপস্থিত মেহমানদের তাবাররুক বিতরণ করা হয়।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *