বিএনপির প্রতিবাদে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে : মির্জা ফখরুল

সারা দেশে বিএনপির চলমান প্রতিবাদ কর্মসূচিতে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, ‘যেসব জেলায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন হয়নি, সেসব জেলায় আগামী ১০ তারিখ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম বাড়ানো এবং গুম, খুন, হত্যার প্রতিবাদে সারা দেশে চলমান বিএনপির কর্মসূচির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিবাদ-আন্দোলনে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। এখন পর্যন্ত যেসব জেলায় জনগণ সারা দিয়েছে, লাখ লাখ লোকের সমাবেশ হয়েছে।’

এ সময় মুন্সীগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, টাঙ্গাইল, ঢাকা জেলার কেরানীগঞ্জসহ সারা দেশে হামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘একটা মারাত্মক বিষয় হচ্ছে, তারা বাড়ি-ঘরে হামলা শুরু করেছে। একটা জিনিস তারা চিন্তা করে না—এটা সারা দেশে ভয়াবহ ত্রাসের সৃষ্টি করবে।’

ফখরুল বলেন, ‘কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত দলের ৬০ জন গ্রেপ্তার হয়েছেন, ৭৭৫ জনের বেশি নেতা আহত হয়েছেন এবং কয়েকশ মামলা দেওয়া হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আগামী ১০ তারিখ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে। যেসব জেলায় হয়নি, সেসব জেলায় এ কর্মসূচি অব্যাহতভাবে চলবে। ৩০ আগস্ট ঢাকায় আন্তর্জাতিক গুম দিবসের কর্মসূচি আছে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আছে, ২ তারিখ আলোচনা সভা আছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *