বন্দর নগরীর চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ আগষ্ট) সাগরিকা রোডস্থ সাগরিকা টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ দৌলার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হুদা জাহাঙ্গীর ও সহ-সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল আলম, সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম।
সম্মেলন শেষে ২০২২-২০২৪ অর্থ বছরের জন্য আলহাজ্ব মো. সিরাজ উদ দৌলাকে সভাপতি ও মো. মাহাবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ-সভাপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ (বাচ্চু মেম্বারর), সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন,
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দোস্ত মোহাম্মদ, অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক শামসের আলী (শামসু), সমাজ কল্যাণ সম্পাদক হাজ্বী মো. খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য হাজ্বী মো. মিন্টু আকন ও মো. অলি উদ্দিন।
সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. শামসুল আলম, নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. সেকান্দর ও আলহাজ্ব মো. আনোয়ারুল হক।
জে-আর
Leave a Reply