শাহজালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট (সোমবার) সকালে উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠি হয়।
এসময় স্কুল প্রাঙ্গনে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষাথীদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করেন অতিথিরা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে গিয়াস বলেন, পরিবেশ রক্ষায় শাহজালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও এ ধরণের মহতি উদ্যোগ নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।
পাশাপাশি ইতিপূবে মিরসরাই কলেজ ক্যাম্পাসে এবং এস রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গনে বিভিন্ন কমসূচি পালন করায় ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই প্রেসকাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, শাহজালাল ইসলামী ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম,
ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লু, অভিভাবক দিদারুল আলম, ইকবাল বাহার এবং স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জে-আর
Leave a Reply