লোহাগাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

.jpg

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খেলতে খেলতে পুকুরে পড়ে ডুবে গিয়ে মর্মান্তিকভাবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং সুখছডড়ি ওয়ার্ড এর হাঁচির পাড়ায় পুকুরে ডুবে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাঁচির পাড়ার ইউপি সদস্য আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল গফুর সওদাগরের ছেলে মোহাম্মদ জিহাদ (৭) ও আব্দুল্লাহ আল তাওহিদ (৪) ।

স্থানীয়রা জানায়, জিহাদ ও তাওহিদ দুই মিলে আপন মনে খেলা করছিলো। এক পর্যায়ে দুজন হারিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে দু’জনকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

নিহত শিশুদের চাচা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আমার দুই ভাতিজাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমার ভাই গফুর স্থানীয় একটি কাঁচাবাজারে গফুর ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের মালিক। এক মেয়ে ও ২ সন্তানের মধ্যে ২ সন্তানকে হারিয়ে সে এখন দিশেহারা। তাকে সান্তনা দেওয়ারও ভাষা জানা নেই।

এদিকে পুকুরে ডুবে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *