চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র দুইদিন ব্যাপী ‘নগরাঞ্চলের নিন্ম আয়ের মানুষের জন্য স্যানিটেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পুরকৌশল বিভাগ আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন), বুয়েটের সেন্টার ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট-এর সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়।
২৯ আগস্ট (সোমবার) বিকেল ৪ টায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর’র স্যানিটেশন প্রধান হাবিবুর রহমান,
আইটিএন-বুয়েটের সহকারী পরিচালক (গবেষণা) মো. আজিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম। দুইদিনব্যাপী উক্ত সেমিনারে পুরকৌশল বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জে-আর
Leave a Reply