বাঁশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেন (৫০)কে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার চাম্বল নতুন পাড়া এলাকা থেকে মৌলভী নুরুল হুদার ছেলে জাকিরকে আটক করা হয়। গতকাল বুধবার (৩১ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র বানানো হতো ওই কারখানায়। একটি অস্ত্র তৈরির জন্য অস্ত্রের ক্যাটাগরি ভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা নিতো।

আটক জাকির ৭ থেকে ৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো।

তিনি বলেন, জাকিরসহ আরো তিন কারিগর মিলে অস্ত্র তৈরির সম্পূর্ণ কাজটি করতো। অস্ত্রের প্রকারভেদে তৈরী করতে তাদের নুন্যতম পাঁচ থেকে পনেরো দিন সময় লাগে এবং অস্ত্র তৈরির কাঁচামাল স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করা হতো।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *