চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত একমাসে শুধু আক্রান্ত হয়েছে আড়াই হাজারেরও বেশী। বৈশি উষ্ণতায় গরমের তাপমাত্রা বৃদ্ধির ফলে পানি বাহিত রোগের কারণে ডায়রিয়র প্রকোপ বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ১’শ ১২ জন। ডায়রিয়া রোগীর চিকিৎসায় ১৫টি উপজেলায় ২’শ ৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্তদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার আক্রান্ত সংখ্যা ছিল ১’শ ৮ জন। শুধু গেল আগস্ট মাসেই ২ হাজার ৫’শ ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে ২ হাজার ৪’শ ৪৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়।
চিকিৎসকরা বলছেন, প্রতিবছর গরমের মৌসুমেই বাড়ে পানিবাহিত রোগের সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া থেকে রক্ষা পেতে পানি দীর্ঘ সময় ধরে ফুটিয়ে খাওয়াসহ দৈনন্দিন খাবারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, প্রায় প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়ার সমস্যা নিয়ে রোগী ভর্তি হচ্ছে।
লক্ষণীয় বিষয় হলো, ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই একটা নির্দিষ্ট এলাকার। যেহেতু সময় খারাপ, তাই খাওয়া-দাওয়ায় আরও অধিক সচেতন থাকার পাশাপাশি খাবার পানি ফুটিয়ে পান করা উচিত।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া রোগীর চিকিৎসায় ১৫টি উপজেলায় ২’শ ৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্তদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যেহেতু ডায়রিয়া আক্রান্ত অধিকাংশ রোগী এক-দুই দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন, তাই তেমন সমস্যা হবে না আশা করি। তাছাড়া পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রাখা হয়েছে।
জে-আর
Leave a Reply