ঘুষ নেয়ার অভিযোগে কাউন্সিলরের কার্যালয়ে দুদকের অভিযান

ওয়ারিশ সনদ পেতে ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ১১, ২৫ ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কার্যালয়ে কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক। এসময় সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা।

ওয়ারিশান সনদ দিতে চসিক কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কার্যালয়ের দুই অফিস সহায়ক জসিম ও শাহেদ ঘুস নেন । দুদক কর্মকর্তারা জানান, তারা ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে কাউন্সিলর জানতেন না বলে জানিয়েছেন জসিম ও শাহেদ।

দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির বিরুদ্ধে একটি অভিযোগ ছিল ওয়ারিশান সনদ দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিতেন। এ নিয়ে আমরা কাউন্সিলরের অফিসে অভিযান চালিয়েছি।

মূলত অফিসের দুই অফিস সহায়ক ওয়ারিশান সনদ দিতে বকশিস নিতেন। বিষয়টি কাউন্সিলর জানতেন না। এখন দুই অফিস সহায়ক জসিম ও শাহেদ বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। কাউন্সিলর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

জে-আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *