সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল হাকিম(৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার সময় কদমরসুলের কেশবপুর এলাকায় রেললাইনে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি চন্দনাইশ উপজেলার হামিদ মেম্বার বাড়ির বজল আলীর পুত্র। তিনি দীর্ঘদিন যাবত কদমরসুল এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হাকিম আসরের নামজ শেষে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত বৃদ্ধ আবদুল হাকিমের একটি পা রেললাইনে আটকে যায়। ঠিক ওই সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।’ ট্রেনের কাটায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রবিন চৌধুরী বলেন, বিকালে রেললাইনের সাথে পা আটকে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন এক বৃদ্ধ। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহরাব হোসেন বলেন, কদমরসুল এলাকার ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে এমন কোন তথ্য আমরা পাইনি।
Leave a Reply