সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে কথা-কাটাকাটির জেরে মো.খুরশিদ আলম (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একই বাড়ির মোঃ আরাফাত (২৫) নামে আরেক যুবক। খুন হওয়া খুরশেদ আলম সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের আলী আহম্মদ বাড়ির মুক্তিযুদ্ধা নুর আহম্মদের ছেলে। খুনি আরাফাত একই বাড়ির মোঃ বাহাদুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় খুরশেদ আলম তার সন্তানকে ডাক্তার দেখিয়ে কার যোগে বাড়িতে যাওয়ার সময় বাড়ির রাস্তায় কারের সাথে আরাফাতের ধাক্কা লাগে। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত যুবক আরাফাত ঘর থেকে বটি নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে খুরশেদ আলমকে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম, ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনাস্থলে উপস্থিত হন।
Leave a Reply