‘পাবলিক সার্ভিস ডে’ উপলক্ষে ‘স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ’ শীর্ষক একটি অনুষ্ঠান গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের স্টেশন রোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ইডব্লিউএএসসি এর একশন ফর ইমপেক্ট প্রকল্পের আওতায় একশন এইড বাংলাদেশের সহায়তায় বিটা (বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস) এই সংলাপের আয়োজন করে। বিটা ইয়ুথ ফোরামের ২৩ জন সদস্য সংলাপে অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে ইয়ুথ দলের সদস্যদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চট্টগ্রাম বিভাগীয় মহা পরিচালক মোহাম্মদ ইয়াসিন।
বিটার ইডব্লিউএএসসি প্রকল্পের পরিচালক হোসাইন মনসুর মাসুমের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার কান্তা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন, চট্টগ্রাম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম ও বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিবেদীতা দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার চট্টগ্রাম বিভাগীয় মহা পরিচালক মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘বিএআরএম, কেএসআরএম, জিপিএইচ ইস্পাত, এস আলম গ্রুপ, পিএইচপি ফ্যামিলির মতো প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ের আওতায় বাড়ছে। এ সব প্রতিষ্ঠান এক জায়গায় থেমে নেই। তাদের অনেক কর্মী প্রয়োজন। তারা দেশের বাইর থেকে দক্ষ লোক নিয়ে আসে।’
তিনি আরো বলেন, ‘আমরা ক্ষুদ্র উদ্যোক্তা ও শিল্পপতি তৈরি করতে চাই, যারা এক সময় বড় শিল্পপতি হবে। যাদের কিছু মূলধন আছে, তাদেরকে আমরা ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেবো। বিডার প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরসারি বিডা পরিচালিত হয়। আমরা যে কোন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারি। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে যুবদের গড়ে উঠতে হবে।’
Leave a Reply